সালাহ উদ্দীন, উখিয়া
বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ২২ ই নভেম্বর থেকে ২৩ ই নভেম্বর সকাল ৬ টা পর্যন্ত আরেক দফা সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। নতুন ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সড়ক-রেল-নৌপথে সর্বাত্মক অবরোধ চলার কথা বলছে বিএনপি। তবে উখিয়া ও টেকনাফ হতে কক্সবাজারগামী রোডে বিভিন্ন ধরনের বাণিজ্যিক গাড়ি সহ চলাচল হতে দেখা দিয়েছে। এদিকে সার্বক্ষণিক কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে লক্ষে রয়েছে নজরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। যদিও উখিয়া থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস।