ঝগড়ার পর মারামারি। এর একপর্যায়ে স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিয়েছেন স্ত্রী।চিকিৎসার পর পুলিশে এমন অভিযোগ করেছেন ভারতের দিল্লির সুলতানপুরি এলাকার এক যুবক। খবর হিন্দুস্তান টাইমসের।
৪৫ বছর বয়সী ওই ব্যক্তি পুলিশকে জানায়, তার ডান কান কামড়ে ছিঁড়ে নেয়া হয়েছে। এখন কানে অপারেশন করাতে হবে। চিকিৎসার পরই তিনি পুলিশের কাছে এ অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী যুবক পুলিশকে জানান, গত ২০ নভেম্বর সকাল ৯টা ২০ মিনিটের দিকে ময়লা ফেলতে বাড়ির বাইরে যান তিনি। এ সময় স্ত্রীকে ঘর পরিস্কার করতে বলে যান। পরে বাসায় ফিরলে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি শুরু করে। একপর্যায়ে কান কামড়ে ছিঁড়ে নেয়।
তার অভিযোগ, বাড়ি বিক্রির জন্য স্ত্রী চাপ দিচ্ছিল এবং সেই অর্থের ভাগ তাকে দেয়ার জন্য জোর করছিল। কারণ সে সন্তানদের নিয়ে আলাদা থাকতে চায়।
পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।