অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকের চোখে সুই ঢুকিয়ে দিলেন প্রেমিকা

piom
print news

প্রেমিকার সঙ্গে তর্কের জেরে সুই দিয়ে জখম করা হলো প্রেমিকের চোখ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টিতে স্থানীয় সময় শনিবার এমন ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, পুলিশ জানায়, অন্য নারীর দিকে তাকানো নিয়ে ৪৪ বছর বয়সী সানড্রা জিমেনেজের সঙ্গে তার প্রেমিকের বাক-বিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে জিমেনেজ তার প্রেমিকের চোখে ইনজেকশনের সুঁই ঢুকিয়ে দেন। কুকুরের জলাতঙ্ক চিকিৎসার জন্য দুইটি ইনজেকশনের সুই এনেছিলেন ভুক্তভোগী ব্যক্তি।

ভুক্তভোগী ব্যক্তি জানান, তার সঙ্গে আট বছর ধরে প্রেম চলছিল জিমেনেজের। একটি সোফায় শুয়ে থাকার সময় তার ওপর সুই নিয়ে ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত ওই নারী।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চোখে আঘাত পাওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি ৯১১-এ ফোন দিয়ে পুলিশ ডাকেন। জিমেনেজ এসময় পালিয়ে তার নিজের বাসায় যান। সেখান থেকে পুলিশ তাকে আটক করে।

তবে জাতীয় সফল অভিযোগ অস্বীকার করেছেন জিমেনেজ। তার দাবি ভুক্তভোগী নিজের কারণে চোখে আঘাত পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *