চকরিয়ায় পিকনিক বাসের সাথে পিকাপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৪

FB IMG 1703747026222
print news

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকররিয়ায় পিকনিকের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত রয়েছেন আরও ২৫ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চকরিয়ার উত্তর হারবাং আজিজ নগর কলাবাগান এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মো. মহিউদ্দিন, আবু বক্কর, জয়নাল এবং রিদুয়ান মাঝি। এরমধ্যে মহিউদ্দিন, আবু বক্কর ও জয়নালের বাড়ি কক্সবাজারের চকরিয়া হারবাং ইউনিয়নের সামাজিক পাড়ায় এবং রিদুয়ান মাঝির বাড়ি একই ইউনিয়নের হরমুহুরী পাড়ায়।

স্থানীয়রা জানান, কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী পিকনিকের একটি বাস ও লোহাগাড়া মুখি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। নিহতারা সবাই বিল্ডিংয়ের ঢালাই কাজে লোহাগাড়ায় আসছিলেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ দোহাজারি হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *