দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় সংসদীয় আসন ২৯৭, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহীন আক্তার ও তাঁর স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি’কে শোকজ করা হয়েছে। একই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নুরুল বশর এর অভিযোগের প্রেক্ষিতে এ শোকজ করা হয়।
একই সংসদীয় আসনের দায়িত্ব প্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কক্সবাজারের সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য শনিবার ৩০ ডিসেম্বর ২ জনকে ২টি পৃথক কারণ দর্শানোর এই নোটিশ (শোকজ) প্রদান করেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের হিসাব সহকারী ও নির্বাচনি অনুসন্ধান কমিটির সহায়ক স্টাফ মুহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।