রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ আগুন

cb24
print news

ডেক্স রির্পোট: পাঁচদিনের ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাত দেড়টার দিকে ক্যাম্প মাঝি হামিদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

সেসময় তিনি বলেন, পাঁচদিনের ব্যবধানে একই ক্যাম্পে আবার আগুনে পুড়ছে বসতি। আমরা আগুন নেভাতে কাজ করছি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তবে কী কারণে আগুন লাগে তা জানাতে পারেননি এ রোহিঙ্গা মাঝি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *