স্প্যাম কল আসা থামাতে পারবেন ফোনের সেটিংস পরিবর্তন করে

Spam Calls
print news

অবাঞ্ছিত কল বা স্প্যাম কলের যন্ত্রণা সহ্য করতে হয় না এমন কোনো স্মার্টফোন ব্যবহারকারীকে হয়তো পাওয়া যাবেন। হয়তো জরুরি কোনো মিটিংইয়ে আছেন বা ফোনটি দূরে রেখে কাজ করছেন, এমন সময় আসবে এমন কল। রিসিভ করার পর দেখলেন স্প্যাম কল ছিল।
এমন ঘটনা আপনার সঙ্গে প্রতিনিয়ত ঘটলে জেনে নিন একটি উপায়। যার মাধ্যমে আপনার ফোনে আসা এসব স্প্যাম কল ঠেকাতে পারবেন। এজন্য আপনাকে কয়েকটি সেটিংস পাল্টে নিতে হবে। তাহলেই আপনার ফোনে আর কোনো ধরনের স্প্যাম কল ঢুকবে না।
> প্রথমে গুগল ডায়ালারে যান।
>> এরপরে আপনি উপরের ডান কোণায় তিনটি বিন্দু দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন।
>> এবার আপনাকে সেটিংসের অপশন দেখানো হবে, সেখানে যেতে হবে।
>> এরপরে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে।
>> সেখান থেকে সেটিংস সিলেক্ট করুন।
>> এরপর আপনি কলার আইডি এবং স্প্যাম অপশনটি দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন।
>> এতে ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশন আসবে। এখন আপনি কলার এবং স্প্যাম আইডি এবং ফিল্টার স্প্যাম কলগুলোর অপশন পাবেন। মনে রাখবেন যে, আপনাকে এখান থেকে উভয় অপশনই অন করতে হবে।
কিছু ফোনে ফিল্টার কলের অপশন থাকে। যদি আপনার ফোনে আপনি এমন কোনো অপশন দেখতে পান, তাহলে সেখান থেকেও আপনি স্প্যাম কল ব্লক করে দিতে পারেন। এবার কিছু কিছু ফোনের সেটিংস সেই অনুযায়ী আলাদা আলাদা হয়। ফলে আপনাকে সেই ভাবে স্প্যাম কল ব্লক করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *