‘ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’ ভিবিডি কক্সবাজার শাখার ব্যতিক্রমী আয়োজন

fffff
print news

১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’ ভিবিডি কক্সবাজার জেলা আয়োজন করেছে সিগনেচার ইভেন্ট  “Let’s Spread Love”Phase-4। এবারের বিশ্ব ভালোবাসা দিবসে কক্সবাজার সদরে অবস্থিত হযরত রোকেয়া (রা:) মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সাথে ভিবিডি কক্সবাজার জেলার ভলান্টিয়াররা একটি সুন্দর দিন উপহার দেওয়ার উদ্দেশ্যে সকালে নাতে-রাসুল ও খেলাধুলার প্রতিযোগিতার মাধ্যমে আজকের ইভেন্টের কার্যক্রম শুরু হয়। এরপর সব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এরপর তাদের দুপুরের খাবার বিতরণ শেষে খেলাধুলা ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের আয়োজনে দুপুরের খাবার থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করেছেন এই ইভেন্টের স্পন্সর কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী আল-গণি রেস্টুরেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *