আজ কক্সবাজারের শিল্পপতি মোস্তাফিজুর রহমানের ৮তম মৃত্যুবার্ষিকী

IMG 20240307 WA0003
print news

সংবাদ বিজ্ঞপ্তি:

আজ (শুক্রবার) ৮ মার্চ কক্সবাজারের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা, হ্যাচারি জগতের পথিকৃৎ, দানবীর, বহুমুখী প্রতিভার অধিকারী, নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ৮তম মৃত্যুবার্ষিকী।

২০১৬ সালের ৮ মার্চ বুধবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। দিবসটি পালন উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে সকাল ৭টায় মরহুমের গ্রামের বাড়ী পোকখালী ইউনিয়নের গোমাতলী গ্রামে কোরআনখানি, সকাল ১১ টায় মরহুমের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল, দুঃস্হদের মাঝে খাবার বিতরণ এবং জুমার নামাজের পর মরহুমের স্হাপিত বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে মরহুম পিতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় তাঁর বড় ছেলে সদর, রামু ও ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও নিরিবিলি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান কাজল সবার দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *