পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের নবাগত স্কাউট সদস্যদের ওরিয়েন্টেশন সম্পন্ন

WhatsApp Image 2024 03 09 at 20.49.08 d0a637ce
print news

শনিবার দুপুরে পেকুয়া প্রি-ক্যাডেট স্কুল হল রুমে উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া মুক্ত স্কাউট এর গ্রুপের সভাপতি স্কাউটার জাকের আহমদ এলটির সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস পেকুয়া উপজেলার পৃষ্ঠপোষক আবুল হাসেম, বাংলাদেশ স্কাউটস পেকুয়া উপজেলা সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ, পেকুয়া কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ভাইস চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক, সাবেক সভাপতি মাহমুদুল করিম ফারুকী, গ্লোরিয়াস ফাউন্ডেশনের পরিচালক মোশাররফ হোছাইন।

পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ আরকানের সঞ্চালনায় স্কাউট আন্দোলনের মৌলিক বিষয় ও ইতিহাস, রোড টু পিএস ও সিডি অ্যাওয়ার্ড ও স্কাউটিং এবং ক্যারিয়ার নিয়ে আলোচনা করেন স্কাউটার জাকের আহমদ এলটি, রোকন উদ্দিন ওয়ারেচী (পিআরএস), লাবীব মোহাম্মদ তক্কী (পিআরএস)।

উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের ৮০ জন নবাগত স্কাউট সদস্যসহ পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩২ জন গার্ল ইন স্কাউট অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *