মহেশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা

werer
print news

নিজস্ব প্রতিবেদক:

গোরকঘাটা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অতিরিক্ত দামে খেজুর বিক্রয় করায় নেপাল ফুডকে ১৫ হ্জার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৩ মার্চ মহেশখালীর গোরকঘাটা বাজারে ২ রমজান বিকাল সাড়ে ৩টায় অভিযান পরিচালনা করে মহেশখালী উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজবীর হোসেন এর নেতৃত্বে আদালত পরিচালনা কালে সকালে উপজেলার কালারমারছড়া বাজারের ৩টি দোকানের একটিতে পাচ হাজার টাকা, অপর কটি দোকানী কে দুই হাজার টাকা, একটি মুদির দোকানদার কে ৫ শত টাকা জরিমানা করে। পরে বিকাল ৩টায় মহেশখাল% পৌরসভার গোরকঘাটা বাজারে নিন্ম মানের বিভিন্ন ফল বিক্ৰয় এর অপরাধে গোরকঘাটা বাজার খোকন বৈদ্য কে ৫ হাজার, নেপাল ফুড এর মালিক স্বপনকে ১৫ হাজার টাকা -,অপর মুদির দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে।

রমজানকে পুজি করে গোরকঘাটা বাজারে প্রতি তরমুজ ৪শত টাকা করে বিক্রয় করা ব্যবসায়ীরা হঠাৎ করৰে ১৫০ টাকা নির্ধারন করে। দোকানের সওদাগরগণ ক্যাশ ছেড়ে অন্যত্রে সরিয়ে থাকে। বিশেষ করে ইফতারে চাহিদা থাকা পন্যের আকাশ চুম্বী দাম আদায় করছে।

ভ্রাম্যমাণ আদালাত পরিচালনার বিষয়ে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজবীর হোসেন বলেন, রমজানে বেশি ‍দামে বিক্রি হচ্ছে এমন প্রচুর অভিযোগ পাওয়ার ভিত্তিতে পরিচনালনা করা হয়েছে। বাস্তবে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। ব্যবসায়ীরা স্বভাবিক দামে বিক্রি করলে ভালো। রমজানে ক্রেতারা স্বস্তি পাবে। তবে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *