ঠাণ্ডা পানি ভেবে ব্যাটারির পানি পান করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৪ রোজাদার

k 1 696x522 1
print news

ইফতারে ঠাণ্ডা পানি ভেবে ব্যাটারির পানি পান করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৪ রোজাদার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ার গয়ালমারায়।
স্থানীয় বাসিন্দারা জানানা, ৪ রোজাদার গয়ালমারায় একটি দোকানে বসেছিলেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ইফতারের সময় ঘনিয়ে আসলে সবাই পানি মনে করে ব্যাটারির পানি পান করেন।এতে গুরুতর আহত হয়ে পড়েন মৃত আশরাফ মিয়ার পুত্র নুরুল বশর (৪০), নাজির হোসেনের পুত্র নুরুল হাকিম (১৮), মৃত ইমাম শরীফের পুত্র ইসহাক আহমেদ (৬২) ও সোনা আলীর পুত্র আবদুল কাদের (৩৮)। তাদের মধ্যে নুরুল বশরের অবস্থা আশংকাজনক।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের উন্নয়ন চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *