বিশেষ প্রতিবেদক
দেশে থাকতে নানান মানবিক কর্মকাজে প্রসংসায় ছিলেন বাংলাবাজার মৌলভী পাড়ার মোহাম্মদ ওমর ফারুক। মানবসেবার একটি হাসপাতালে কর্মজীবনে তার আপ্রাণ চেষ্টা ছিলো মানুসের সেবা করার। তাইতো ৪৫৮৪ কিলোমিটার দূরে সৌদি আরব থেকেও গ্রামের মানুষের জন্য করেছেন ইফতার ও দোয়া মাহফিল। প্রবাসী ওমর ফারুকের উদ্যোগে গ্রামের প্রায় ৫০০ শত রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। ২২ মার্চ জুমার পর থেকে ইসলামীক সংঙ্গীত দিয়ে ইফতার মাহফিল শুরু হয়। বাদে আছর তাফসির পেশ করেন কক্সবাজারের স্বনামধন্য বক্তা মাওলানা শফিউল হক জিহাদী ও মাওলানা ফখরুল ইসলাম। এই ইফতার ও দোয়া মাহফিল সভাপতিত্ব করেন রাজনীতিবিদ মাওলানা মোস্তাফিজুর রহমান ও মৌলভী পাড়া সমাজ কমিটির সভাপতি মুজিবুল হক মিয়াজী। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মৌলবি পাড়ার সমাজ কমিটির সদস্য মো; সৈয়দুল হক, মোবিনুল হক, গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, হামিদুল হক এবং মো ওমর ফারুকের শ্রদ্ধীয় পিতা হেলাল উদ্দিন। মৌলবি পাড়ার দারুল তাহজিম মাদ্রাসার সম্মানিত পরিচালক মৌলানা নুরুল কবির এবং সাবেক শিক্ষক ইকরা নুরানি একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক মাস্টার মনসুর আলম।
ইফতার ও দোয়া মাহফিলে এলাকার দেশবাসি, মৃত ব্যক্তি ও অসুস্থতাদের জন্য দোয়া করা হয়। ওই সময় প্রবাসী মোহাম্মদ ফারুকের পিতা মাতার জন্য বিশেষ দোয়া করা হয়।