কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩৭ টি ভোট কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম বিপুল ভোটের ব্যবধানে মটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী, তাঁর চাচা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করেছেন।
বুধবার (৮ মে) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩৭ টি ভোট কেন্দ্রে মোট ৯৭ হাজার ১৭০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৫১ হাজার ৫৬৯ জন। মহিলা ভোটার ৪৫ হাজার ৬০১ জন।