টেকনাফে বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা তৈরীতে ‘দিন বদলের ডাক’ নাটক মঞ্চস্থ

IMG 20240522 WA0000
print news

 

বার্তা পরিবেশক:

“সেন্ট্রালিটি অফ প্রটেকশন ইন প্রোট্রাকটেড ক্রাইসেস” প্রকল্পের আওতায় টেকনাফ সদরের বাহারছড়া ইউনিয়নের চাকমাপাড়ায় ২১ই জুন, ২০২৪ ইং তারিখে বাল্যবিবাহ রোধ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, পরিবার পরিকল্পনা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়ে গেল “দিন বদলের ডাক” নামক নাটক। “ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)” এর আয়জনে এবং “প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ” এর সহযোগিতায় উক্ত নাটকটি শিশু, নারী-পুরুষ সহ সমাজের সকল স্তরের মানুষের উপস্থিতিতে সফলভাবে মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের “প্রকল্প ব্যবস্থাপক- সামিউল হক চৌধুরী”, প্রজেক্ট সাপোর্ট কোওর্ডিনেটর- আহমদ উল্লাহ আল আজাদ, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের মনিটরিং এন্ড ইভালুয়েশন কোওর্ডিনেটর- হামেদ হাসান, শিশু সুরক্ষা বিষয়ক টেকনিক্যাল কোওর্ডিনেটর- মোঃ শাহিন, শিশু সুরক্ষা বিষয়ক টেকনিক্যাল অফিসার হাজেরা খাতুন হ্যাপি এবং সৌরভ আহমেদ।
লিঙ্গভিত্তিক সহিংসতা মূলত নারী/ কিশোরীদের উপর সবচেয়ে বেশী সংগঠিত হয়ে থাকে। তাই, সমতা আনা ও সহিংসতা বন্ধে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। এছাড়াও বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং সমাজের সকল স্তরের মানুষের বাল্যবিবাহের নেতিবাচক দিকগুলো সম্পর্কে জানা, বাল্যবিবাহের কারণে পারিবারিক সহিংসতা বৃদ্ধির উদাহরণগুলো তুলে ধরা এবং পরিকল্পিত পরিবার পরিকল্পনা সম্পর্কে যুবদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সর্বোপরি বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে নিয়েই “দিন বদলের ডাক” নামক নাটকটি মঞ্চস্থ করা হয়।
উক্ত নাটকটি দেখতে সকল বয়সের নারী পুরুষ, কিশোর-কিশোরী, শিশু ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাটক শেষে প্ল্যান ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সামিউল হক চৌধুরী বলেন, “বাল্যবিবাহ রোধ করার জন্য সামাজিক সচেতনতা তৈরিতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং সামাজিক মূল্যাবোধের অবক্ষয় রোধে সরকারি বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর পাশাপাশি সামাজিক সুরক্ষা কমিটি গঠন এবং তা কার্যকর করতে হবে”, বলে মতামত প্রকাশ করেন।
অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে পরিচালিত “সেন্ট্রালিটি অফ প্রটেকশন ইন প্রটাকটেড ক্রাইসেস (সিপিপিসি)” প্রকল্পটি টেকনাফ উপজেলার বাহারছড়া, টেকনাফ সদর এবং চারটি ক্যাম্পে (ক্যাম্প ২১, ২২, ২৪, এবং ২৫) শিশু সুরক্ষা, শিক্ষা এবং কর্মসংস্থান ও আয়বৃদ্ধিমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে, এবং শিশু সুরক্ষায় আওতায় এ পর্যন্ত আটটি নাটক টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে মঞ্চায়ন হয়েছে যা মূলত বাল্যবিবাহ রোধ, শিশু নির্যাতন প্রতিরোধ, পারিবারিক সহিংসতা নির্মূল, সামাজিক শান্তি প্রতিষ্ঠা এর বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *