সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার জিডি, ক্র্যাক’র নিন্দা

Messenger creation eeb59909 906e 4734 a635 e64b0147bce1
print news

সিবি টুয়েন্টিফোর ডেস্ক:

সংবাদ প্রকাশের জেরে দৈনিক দৈনন্দিনের এসাইনমেন্ট এডিটর শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে জিডি’র ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন অব কক্সবাজার (ক্র্যাক)। গতকাল মঙ্গলবার (২৫ জুন) ক্র্যাক’র সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজিম নিহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটি অবিলম্বে এ জিডি প্রত্যাহারের দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, সংবাদ প্রকাশের কারণে ক্র্যাক’র সদস্য ও দৈনিক দৈনন্দিনের এসাইনমেন্ট এডিটর শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) ক্ষমতার অপব্যবহার করে একটি জিডি করেছেন। ক্র্যাক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
সদরের খরুলিয়ার দরগাহ পাড়া এলাকায় মধ্যরাতে বসতবাড়িতে চোর ঢুকে টাকা মূল্যবান জিনিসপত্র চুরি, গৃহকর্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় ২ দফা ঘুষ নিয়েও মামলা না নেওয়ায় গত ২৪ জুন দৈনিক দৈনন্দিন পত্রিকায় ‘চুরির ঘটনায়ও টাকা ছাড়া মামলা নেন না পুলিশকর্তা মশিউর’শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরই জেরে হুমকির অভিযোগ এনে গত ২৪ জুন ওসির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্বপালনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে একটি জিডি করেন।
ক্র্যাক মনে করে, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের জিডি গণমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *