নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে কৃষকের মৃত্যু

images 2
print news

নাইক্ষ্যংছড়িতে ঢালু থেকে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ড ফুলতলি গ্রামের মৃত্যু আলী মিয়ার পুত্র মোঃ আবু বক্কর (৫৫)।

শনিবার (২৯জুন) বেলা ১টায় ৭টায় মোঃ আবু বক্কর প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে পাহাড় কাটা টিলার পাশে কৃষি কাজ করছিল। হঠাৎ এক পর্যায়ে আগের কাটা এ পাহাড় থেকে মাটি ধসে পড়লে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ঘটনা সত্য। তার মৃত্যু হয় পাহাড় ধসে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া সত্যতা নিশ্চিত করে সিবি টুয়েন্টিফোর কে জানান বিষয়টি তিনি শুনেছেন এবং চেয়ারম্যান কে ঘটনাস্থলে পাঠিয়েছেন পরবর্তীতে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *