মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু মাফি

1720274038091
print news

সিবি টুয়েন্টিফোর ডেস্ক:

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন মিফতাহুল ইসলাম মাফি (১২) নামে এক হিফজ শিক্ষার্থী।

শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নিজ বাড়ির পুকুর থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।

পেকুয়া সদর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছালেক শিশু মাফির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত শিশু একই ইউপি নন্দীর পাড়া গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর সদস্য লিয়াকত আলীর ছেলে ও একটি হিফজখানার নাজারা অধ্যায়নরত শিক্ষার্থী।

শিশুর চাচাতো ভাই মোহাম্মদ শামিম জানান, দুপুরে পরিবারের সবার অগোচরে বাড়িতে রক্ষিত মাছ ধরার জাল নিয়ে পুকুরে চলে যায়।

অনেকক্ষণ সময় তাকে দেখা না যাওয়ায় পরিবারের সদস্যরা পুকুর পাড়ে গেলে দেখতে পায় জালটি পাড়ে আছে।

সন্দেহ হলে পুকুরে নেমে তার লাশটি পাওয়া যায়।

এদিকে শিশুর লাশটি উদ্ধার হওয়ার পর তার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার সকল শ্রেণির মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইউপি সদস্য আবু ছালেক বলেন, সৈনিক লিয়াকতের শিশু ছেলে সবার কাছে খুব প্রিয় ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *