নাফ নদে ভেসে আসলো দুই মরদেহ

lash
print news

সীমান্ত উপজেলা টেকনাফে নাফ নদে ভাসমান অবস্থায় অজ্ঞাত ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৩ জুলাই) দুপুর দেড়টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন জেটিঘাট এলাকায় নাফ নদ থেকে মরদেহ ২ টি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে টেকনাফে দমদমিয়া জেটিঘাট এলাকায় নাফ নদে ২ ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

নৌ-পুলিশের এ পরিদর্শক জানান, লাশ ২টি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *