প্রধানমন্ত্রী বলেন আমার বাসায় কাজ করে যাওয়া পিয়ন ৪০০ কোটি টাকার মালিক’হেলিকপ্টার ছাড়া চলে না’।

1720957955476
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমার বাসায় কাজ করে যাওয়া পিয়ন ৪০০ কোটি টাকার মালিক’হেলিকপ্টার ছাড়া চলে না’। এটা বাস্তব কথা।কী করে বানালো এত টাকা।যখন‌ আমি জানছি,তাকে বাদ দিয়ে কাড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি।এটা তো হয়।তিনি আরো বলেন,কোন ড্রাইভার কতো টাকা বানালো,কে কী বানালো,সেটা খোঁজ করে ধরা হচ্ছে বলেই মানুষ জানতে পারছে।আজ রোববার বিকেলে বঙ্গভবনে চীন সফরে নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *