মোঃ ইব্রাহিম খলিল:
কক্সবাজার ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে পোকখালীতে আব্দুর সবুর হত্যা মামলার চার আসামিকে কারাগারে প্রেরণের নিদের্শ দিয়েছেন কক্সবাজার দায়রা জজ আদালত।
বুধবার বিকেলে অভিযুক্ত চারজন কক্সবাজার দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মুন্সি আব্দুল মজিদ জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামিরা হলো, ইয়াছিন হাবিব,এ.এইচ.এম মুর্শেদুল আলম,নুরুল আমিন ও মোঃ শাহজাহান।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা আদালতের পিপি সৈয়দ মো. রেজাউল রহমান।
তিনি বলেন, গত ২১ মে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আবু তালেব সমর্থক আব্দুর সবুর ছুরিকাঘাতে নিহত হয়। এঘটনায় ভিকটিমের বাবা নমি উদ্দিন বাদী হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে ঈদগাঁও থানায় মামলা দায়ের করে। এ মামলার চার আসামিরা বুধবার কক্সবাজার দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মামলার গুণাগুণ বিবেচনা করে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ মামলার ১ নাম্বার ওয়ারেন্টভুক্ত আসামি শামছুল আলম দেশ ছেড়ে পালাতক রয়েছে।