মোঃ ইব্রাহিম খলিল
কক্সবাজারের অন্যতম পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন কটেজ ব্যবসায়ী সমিতির ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
(শনিবার) ১০ অগাস্ট এই কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে মোঃ আরিফ, সভাপতি ও নুরুল হুদা, সিনিয়র সহ সভাপতি এডভোকেট মিনারুল কবির মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক ও হেলাল উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ওসমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য আংশিক কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে ঐক্যবদ্বভাবে কটেজ ব্যবসায়ী সমিতি গঠন করা হবে বলে জানান।এবং সকল ব্যবসায়ীর সার্বিক সহযোগিতায় উক্ত সমিতি কে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, কটেজ ব্যবসায়ীদের দীর্ঘদিনের কমিটি না থাকার ফলে ব্যবসায়ীদের কাছ থেকে চাদাঁ দাবী,ও ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন হয়রানি বন্ধে,দীর্ঘদিনের সাংগঠনিক অচলাবস্থা নিরসনের কারণে এই কমিরি গঠন করা হয়।