বার্তা পরিবেশক
পর্যটন ব্যবাসয়ীদের সংগঠন বৃহত্তর কলাতলী ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ১৫ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। শনিবার (৮ সপ্টেম্বর) রাত ৯টার দিকে কলাতলীর একটি রেস্টুরেন্টে কমিটি গঠিত হবার পর একটি মতবিনিময় সভা সম্পন্ন হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হলেন মুফিজুর রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এরশাদ মোহাম্মদ রায়হান, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম। এই কমিটিতে উপদেষ্ট হয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক নুর হোসেন, নাছির উদ্দিন, সিরাজদুল্লাহ হেলালী, জাহাঙ্গীর আলম।
বৃহত্তর কলাতলী পর্যটক ব্যবসাী বহুমুখী সমবায় সমিতির নতুন ভাবে কমিটি গঠন হবার এই এলাকায় পর্যটকদের সেবায় আরো নিয়োজিত এখানকার ব্যবসায়ীরা। পর্যটকরা যাতে কোন হয়রানির শিকার না হয় সেই লক্ষে কাজ করবে এই কমিটি। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।