খুরুশকুল বিএনপির নেতা মামুনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

liton
print news

খুরুশকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সোলতান মামুনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুরুশকুল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার বিকেলে খুরুশকুলের ফকির পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টাইমবাজার পর্যন্ত প্রদক্ষিন করে। ওই সময় বক্তারা বলেন, স্বৈরাচার দেশ থেকে গেলেও আওয়ামীলীগের সন্ত্রাসীরা এখনো রয়ে গেছে। গত বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কুলিয়াপাড়ার মোহাম্মদ রিপন সাবেক চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী হুকুমে বিএনপির নেতা সোলতান মামুনকে হামলা করে। ওই সময় তিনি গুরুতর আহত হন।
আয়োজিত ভিক্ষোভ মিছিল পরবর্তীতে সমাবেশে বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সদর শ্রমিক দলের সভাপতি মোতাহের হোসেন, সদর যুবদলের আহবায়ক আক্তারুজ্জমান লাভলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ উদ্দিন লিটন, সদর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর ছিদ্দিক, খুরুশকুল যুবদলের আহবায়ক খুরশেদ আলম, কক্সবাজার স্বেচ্ছাসেবক দলের সদস্য নেতা শহিদুল ইসলাম, খুরুশকুল স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক মোশারফ হোসাইন, নুরুল কবির। আরো উপস্থিত ছিলেন ডাঃ নুরুল আলম,  পারভেজ, মোহাম্মদ ওয়াসিম, শাহাবমিয়া,  তৌহিদ, সোয়েবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *