“পেকুয়া শিক্ষার্থী সংসদ” এর ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে

WhatsApp Image 2024 09 24 at 13.59.38 25396093
print news

এম.শিবলী সাদেক: কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন পাবলিক,প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পেকুয়া শিক্ষার্থী সংসদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

পেকুয়া শিক্ষার্থী সংসদ একটি অরাজনৈতিক, শিক্ষার্থীবান্ধব, উন্নয়নমূলক ও সেবামূলক সংগঠন। উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে স্নাতক পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি সুগঠিত করার নিমিত্তে প্রাথমিক এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর সোমবার এক বিবৃতির মাধ্যমে
৬ জনকে আহবায়ক, ১০ জনকে যুগ্ম-আহবায়ক ও ৪ জনকে সদস্য সচিবসহ মোট ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এবং এই কমিটি আগামী (০৪) চার মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে উল্লেখ করা হয়।

এই সংগঠনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পেকুয়ার শিক্ষার্থীদের নিয়ে গঠিত, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন।WhatsApp Image 2024 09 24 at 13.59.38 3059adb7

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন- তোফাজ্জল হোসেন আসিফ,জয়নাল আবেদিন ছোটন, ফরহাদ উদ্দিন ইফতিয়ার,গোলাম মুস্তফা, আ.জ.ম আবুল বয়ান, মো. আরকান।

যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- সাইদুল ইসলাম সাঈদ, মো. কাইছার, আব্দুল কাইয়্যুম মাহির, মো. শাওন, শেখ মোহাম্মদ, মো. কাশেম, মোহাম্মদ জিহাদ, তাইফুল ইসলাম তামিম, হারুনুর রশিদ, রুকন উদ্দীন।

সদস্য সচিব হিসেবে আছেন- হোছাইন মোহাম্মদ মানিক, শাফায়েত হোসেন, তাওসিফ শাহারিয়ার, আবিদুর রহমান।

পেকুয়া শিক্ষার্থী সংসদের উপদেষ্টা হিসেবে রয়েছেন- ইমরান হাসান শাহীন, মিশকাত কবির আজাদ, হাসিবুল হাসান দীনার, আবু সাঈদ, মোহাম্মদ জাহেদ।

পেকুয়া শিক্ষার্থী সংসদ সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। তাদের মূল লক্ষ্য পেকুয়ার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, ক্যারিয়ার গঠন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা।

দায়িত্বপ্রাপ্তরা জানান, আগামী (০৪) চার মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাব। সেখানে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি প্লাটফর্মে এনে সকলের সাথে সমন্বয় রেখে সংগঠনটি এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *