এম.শিবলী সাদেক পেকুয়া : জুলাই আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের নিহত পেকুয়ায় সন্তান শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টায় পেকুয়া উপজেলার দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকার গ্রামের বাড়ীতে শহীদের মা বাবার সাথে সাক্ষাৎ করেন তিনি । এসময় পরিবারের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান ধর্ম উপদেষ্টা।
শহীদের পিতা সফিউল আলমের হাতে আস সুন্নাহ ফাউন্ডেশন পক্ষ থেকে ২ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন।
জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন,শহীদ ওয়াসিমের নাম বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। জুলাই বিপ্লব ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করা হয়েছে,সরকারের পক্ষ থেকে শহীদের পরিবারের জন্য ৩০ লক্ষ অনুদান প্রদান করা হবে, আমরা সরকার থেকে চলে গেলেও এই ফাউন্ডেশনের কার্যক্রম চলমান থাকবে ।
তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদদের হত্যার বিচার দ্রুত কার্যকর করা হবে, মামলা হয়েছে রাঘববোয়ালদের জন্য তাদের আটকের জন্য চেষ্টা হচ্ছে, অনেকেই আটক করা হয়েছে, বাকিদের আটক করে বিচারের মুখোমুখি করা হবে।
পরে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে মুরার পাড়া কবরস্থানে যান ধর্ম উপদেষ্টা।
এসময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু আব্দুল হামিদ জমাদ্দার,অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার,পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এ এইচ এম বদিউল আলম সহ আরও অনেকই উপস্থিত ছিলেন।