চকরিয়ার রহিমের বিরুদ্ধে সিরিয়াল ধর্ষণের অভিযোগ

রহিমের বিরুদ্ধে সিরিয়াল ধর্ষণের অভিযোগ
চকরিয়ার_বিতর্কিত_সাবেক_এমপি জাফরের_ডান_হাত_খ্যাত_আব্দুর_রহিমের _অপকর্মের_শেল্টার বিএনপি_নেতা শশুর
print news

কক্সবাজারের চকরিয়ার সাবেক আওয়ামী এমপি জাফরের লাঠিয়াল জাফর বাহিনীর প্রধান আব্দু রহিম (প্রকাশ সোনা মিয়া) এর বিরুদ্ধে সিরিয়াল ধর্ষণের অভিযোগ উঠেছে।

আব্দু রহিম চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পশ্চিম পাড়ার মৃত: রফিক আহমেদের পুত্র ।

সিবিটুয়েন্টিফুর নিউজ এর অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব হিসেবে “বাইট্টা জাফরের ‘ডান হাত’ রহিমের অপকর্মের শেল্টার এখন শশুর বিএনপি নেতা !“ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, এতে ধীরে ধীরে বের হতে থাকে থলের বিড়াল, ভুক্তভোগীরা তাদের সাথে ঘটে যাওয়া নির্মমতার কথা সিবিটুয়েন্টিফুর নিউজ এর অনুসন্ধানী টিমের কাছে প্রমাণ সহ তুলে ধরতে থাকে।

তাদের দেওয়া তথ্য মতে আব্দু রহিম (প্রকাশ সোনা মিয়া) তিন সন্তানের জনক হলেও নিজেকে দাবি করত অবিবাহিত, চাল-চলন ছিল অনেকটা ভিআইপি দের মত,চলা-ফেরা করত দামি মটর সাইকেল নিয়ে, এসবের মূল কারণ ছিল কম বয়সী মেয়েদের আকৃষ্ট করা এতে সে ব্যবসা সফল, প্রতি সপ্তাহে দু-তিনটা আলাদা মেয়ের সাথে রাত কাটানো-ই ছিল তার নেশা। তার এক ঘনিষ্ঠ জনের ভাষ্য মতে আব্দু রহিম (প্রকাশ সোনা মিয়া) অন্তত আট শত মেয়েকে তার প্রেমের ফাঁদে ফেলে জীবন নষ্ট করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক ঘনিষ্ঠ জন বলেন আব্দু রহিম (প্রকাশ সোনা মিয়া) আওয়ামী আমলে সাবেক এমপি জাফরের নাম ব্যাবহার করে চকরিয়া-পেকুয়া সহ আশ-পাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে, সুকৌশলে বিভিন্ন স্কুল-কলেজে পড়ুয়া কম বয়সী মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলার চেষ্টা করে, এতে ব্যর্থ হলে সাবেক আওয়ামী এমপি জাফরের প্রভাব খাটিয়ে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে সুকৌশলে বিভিন্ন আবাসিক হোটেল কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে, পরে ধর্ষণের সময় ধারণ কৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া এবং স্বজনদের পাঠানোর ভয় দেখিয়ে যখন ইচ্ছে তখন ডেকে নিত আবাসিক হোটেলে বা তার অফিস কক্ষে, এভাবেই মেয়েদের ভোগ করত ইচ্ছে মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *