কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে এক বন্য হাতির বাচ্চার মৃত্যু হয়েছে। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. হুমায়ুন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ইসলামাবাদ গজালিয়ার সাতঘরিয়াপাড়া সংলগ্ন গর্জনতলা নামক স্থান থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে একদল কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করতে যাওয়ার পথে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বনবিভাগকে বিষয়টি অবগত করে। পরে সকাল ১০টায় রাজঘাট বিট ও ফুলছড়ি রেঞ্জের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়।
তারা জানায়, মৃত বাচ্চা হাতিটি পুরুষ এবং এটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মতো হবে। তবে হাতিটির গায়ের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
রাজঘাট বিট কর্মকর্তা শাহ্ আলম বলেন, গত দুদিন ধরে একটি অসুস্থ বাচ্চা হাতির খবর পেয়ে আমরা তার চিকিৎসা চালাই, কিন্তু তাতেও হাতিটির শারীরিক অবস্থার উন্নতি হয়নি। কিন্তু আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি হাতিটি মারা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
গজালিয়া সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাস্টার কামাল উদ্দীন বলেন, হাতিটি অসুস্থ ছিল। আমরা খবর পেয়ে যথাসাধ্য চিকিৎসা দিয়েছি। তবে বাচ্চা হাতিটি অন্য হাতির আক্রমণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ১৫ অক্টোবর চট্টগ্রামের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে একটি হাতি মারা যায়। কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয়।