কক্সবাজারের মহেশখালীতে রবিউল আলম নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় উপজেলার ঘটিভাঙ্গা থেকে তাকে আটক করা হয়। প্যারাবন কেটে চিংড়িঘের করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে পরিবেশ অধিদপ্তর।
আটক রবিউল আলম মহেশখালী কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, রবিউল আলম নামের একজনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা রয়েছে। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।