গ্যাস লাইনের লিকেজ বিস্ফোরণে, দগ্ধ ৭ শ্রমিক

1731379437 15a7bfcf08d4a38fad6d798e02461165
print news

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জয়, মো. জাহাঙ্গীর আলম, মো. সুলতান, রাজু, মিজান, মো. শাহজালাল ও রিপন।
না যায়, রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা।তখন সেখানে ঝাঁলাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে সাত শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তবে কার কত শতাংশ পুড়ে গেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, কাঁচপুর থেকে সাতজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *