আমার বউ টিকটকার না: আফ্রিদি

5669bef07b63496c77505e67dc0d4818 67370eba85d9d
print news

বিয়ে করেছেন দেশের পরিচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিয়ের ছবি। গণমাধ্যমে খবর ছড়ায় টিকটকার রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি। তবে এই ইউটিউবার জানিয়েছেন তার বউ টিকটকার না।

দেশের একটি গণমাধ্যমকে আফ্রিদি বলেন, ‘আমার বউ টিকটকার না। আমার বউয়ের বোন টিকটক করেন। দুই বোনের চেহারা অনেকটাই এক। সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন।’

এছাড়া গোপনে বিয়ে করা প্রসঙ্গে এই ইউটিউবার আরও বলেন, ‘গণমাধ্যমে এসেছে, গোপনে বিয়ে করেছি। ঘটনা সত্য নয়। বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন। জাস্ট কাবিন করা হয়েছে। মূল অনুষ্ঠান পরে হবে। আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি।
আফ্রিদি জানিয়েছেন, মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি। পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।
২০১৫ সাল থেকে ভ্লগিং শুরু করেন তৌহিদ আফ্রিদি। তার চ্যানেলের ফলোয়ারের সংখ্যা ৬৩ লাখের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *