বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান তৃতীয়। একিউআই সূচকে ২৪১ স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এদিন বায়ুদূষণ সূচকে ৮৩৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লী।
৭৮০ একিউআই স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রয়েছে পাকিস্তানের লাহোর। গত বেশ কিছুদিন ধরে ভয়াবহ দূষণ বিরাজ করছে শহরদুটিতে। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা ও পাকিস্তানের করাচি। শহর দুটির বাতাসের স্কোর যথাক্রমে ২৩৬ এবং ২০৩।
শুক্রবার ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায়। সূচকে বাতাসের স্কোর ২৮৬। এরপরেই আছে আগা খান অ্যাকাডেমি ও সাভারের হেমায়েতপুর। এখানে বাতাসের স্কোর যথাক্রমে ২৬৮ ও ২৬১।
বাতাসের স্কোর ২০১ পার হলেই খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার বায়ুদূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।