অ্যাম্বুলেন্স ভাড়া নেই, ফেরিওয়ালার মরদেহ পাঠানো যাচ্ছে না গ্রামের বাড়ি কুমিল্লায়

Untitled 1 1 scaled
print news

চকরিয়ায় মোহাম্মদ সোহেল (৪৫) নামে এক ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ সোহেল দীর্ঘ ১৫-২০ বছর ধরে চকরিয়া এলাকায় ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। জীবনের প্রায় ২৫ বছর তিনি এই পেশায় কাটিয়েছেন। সোহেল চকরিয়ার বিভিন্ন এলাকায় ফেরি করে যা আয় করতেন, তা দিয়ে কোনোরকমে সংসার চালাতেন।
নিহতের সহকর্মীদের ভাষ্যমতে, কিছুদিন আগে সোহেল একটি অনলাইন প্রতারক চক্রের হাতে পড়ে বেশ কিছু টাকা হারান। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সহকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রোববার রাতে তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
চকরিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে সহকর্মীরা জানিয়েছেন, অর্থাভাবে তার মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে পাঠানো সম্ভব হচ্ছে না। তার একমাত্র সন্তান এতিম হয়ে গেছে। মরদেহ পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া সংগ্রহ করতেও সহায়তার প্রয়োজন।
কোন মানবিক মানুষ সহযোগিতা করলে সোহেল এর মরদেহ পৌছাবে গ্রামের বাড়ি। সহযোগিতা পৌঁছাতে পারেন পরিবারের দেওয়া নাম্বারে ( +8801863-250108- নগদ)
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *