রামু তারবিয়াতুল উম্মাহ মডেল মাদরাসা-হিফজখানা’র বার্ষিক সভা ও ৮ জন হিফজ সমাপ্ত ছাত্রদের পাগড়ি প্রদান সম্পন্ন

WhatsApp Image 2024 11 22 at 20.52.49 70d61683
print news

রামু উপজেলার সদর ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া তারবিয়াতুল উম্মাহ মডেল মাদরাসা ও হিফজখানা’র বার্ষিক সভা,৮ জন হিফজ সমাপ্ত ছাত্রদের পাগড়ি প্রদান ২০২৪ ইং সম্পন্ন হয় হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বার্ষিক সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা হাফিজ আব্দুল হক।পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত এবং অত্র মাদরাসার সম্মানীত প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন জামিলের উদ্বোধনী আলোচনার মাধ্যমে বার্ষিক সভার আলোচনা শুরু হয়। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার আল্লামা ডঃ হারুন আজিজি,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাজির হাট বড় মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ নোমানী,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মোজাফফর নগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি শুয়াইব আবছারী,কক্সবাজার বাস টার্মিনাল জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আবুল ফয়েজ আনচারী,
রামু মাজহারুল উলুম মাদরাসার শিক্ষক নুরুল হোছাইন,তাহমিনা ইয়াছমিন বালিকা মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল নোমান,তারবিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার শিক্ষক হাফিজ ফজল করিম,
হাফিজ মাওলানা হারুনুর রশিদ।সমাপনী অধিবেশনে মোট আট জন হিফজ সমাপ্ত ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করেন, আল্লাহা ডঃ হারুন আজিজি,হাফিজ মাওলানা আব্দুল হক হাফিজ মাওলানা ইউসুফ এবং উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা আব্দুর রাজ্জাক।সভাকে সফল ও স্বার্থক করার জন‍্য সার্বিক সহযোগিতায় ছিলেন মাদরাসা পরিচালনা কমিটি,মাদরাসার শিক্ষক বৃন্দ, অভিভাবক বৃন্দ,সুশীল সমাজ সহ এলাকার যুব সমাজ। প্রধান মেহমানের বয়ানে বলেন কোরআন হাদিস ঠিক থাকলে পৃথিবীর বৈজ্ঞানিকরা টিকে থাকবে।
একমাত্র দ্বীনি শিক্ষার বিকল্পে কোন বৈজ্ঞানিক হতে পারে না,তিনি আরও বলেন কোরআন হাদিস ও মাদ্রাসা শিক্ষার মাধ্যমে বৈজ্ঞানিক সৃষ্টি হতে পারে। কুরআন তিলাওয়াতকারীর জন্য ছওয়াবের ঝর্ণাধারা প্রবাহিত হয় ইহকাল ও পরকাল পযর্ন্ত।
সমাপনী বয়ানে দেশ ও জাতির কল‍্যাণে হাফিজ মাওলানা আব্দুল হক এর আখেরী মোনাজাতের মাধ্যমে উক্ত সভা সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *