শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি

1732595556 940e9f05c792b1a72b3d833ed5f0b41a
print news

ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে কাঁপছে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ছে এই জেলায়। আজ মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রির ঘরে ওঠানাম করছে।গতকাল সোমবার এই সময়ে ১৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সামনের দিনে তাপমাত্রা আরো কমতে শুরু করবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশা ভেদ করে সূর্যের আলো দেখা যায়। সেই সঙ্গে ঝরছে হালকা কুয়াশাও।সবুজ ঘাসের ডগায় টলমল করছে শিশির। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির কণা। শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় চাষিদের।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে তাপ।
সন্ধ্যার আগেই গায়ে শীতের কাপড় জড়াতে হচ্ছে। রাতে গায়ে কাঁথা-কম্বল ও লেপ মুড়িয়ে নিতে হচ্ছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসের কারণে কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *