ইয়াবা নিয়ে গ্রেপ্তার হয়ে বহিস্কৃত তাজ উদ্দিন চৌধুরী আবার ফিরছেন যুবদলে

WhatsApp Image 2024 12 02 at 23.09.32 48295928
print news

নিজস্ব প্রতিবেদক
ইয়াবা নিয়ে পুলিশ ও র‌্যাবের হাতে ধরা পড়ে জেল কাটা তাজ উদ্দিন চৌধুরী আবারও সদর্পে জাতীয়তাবাদী রাজনীতিতে ফিরতে চাইছেন। জাতীয়তাবাদী যুবদল থেকে বহিস্কৃত এই নেতা দেশের পট পরিবর্তনের পর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি হিসেবে ফিরছেন বলে অভিযোগ উঠেছে। তবে তার এই তৎপরতায় দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা কাটালিয়া এলাকার চেহের আলী সিকদারের ছেলে তাজ উদ্দিন চৌধুরী (৩২) র‌্যাব ও পুলিশের হাতে দুই দফা নিষিদ্ধ ইয়াবাসহ ধরা পড়েছেন। পরে তিনি ওই দুই মামলায় দীর্ঘদিন জেল কেটে জামিন পেয়ে ফিরে আসেন।
দলীয় সূত্র জানিয়েছে, ইয়াবাসহ বারবার গ্রেপ্তারের ঘটনায় ২০২১ সালের ৮ আগস্ট উখিয়া উপজেলা যুবদল তাজ উদ্দিন চৌধুরীকে অসাংগঠনিক কার্যকলাপ ও বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে হলদিয়াপালং (উত্তর) সাংগঠনিক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িকভাবে বহিস্কার করে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, এই তাজ উদ্দিন চৌধুরী লেপ-তোষকের ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। দীর্ঘদিন মাদক ব্যবসার পর তিনি বিপুল সম্পদের মালিক হয়ে আলিশান ঘরও করেছেন নিজের গ্রামের ভিটায়। অভিযোগ রয়েছে, জেল থেকে বের হওয়ার পরও তিনি একই ধরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এই দিকে যুবদলের একাধিক সূত্র দাবি করছেন, তাজ উদ্দিন চৌধুরী হলদিয়াপালং (উত্তর) সাংগঠনিক ইউনিয়ন যুবদলের আগামী কমিটিতে সভাপতি পদে ফিরে আসার জন্য নানাভাবে তদবির চালিয়ে যাচ্ছেন।
তবে উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার জানিয়েছেন, যুবদলের কোন কমিটিতে কোন মাদক ব্যবসায়ীকে পদে থাকার সুযোগ দেয়া হবে না। এই ধরণের কোন কমিটি হলে তা অনুমোদন করা হবে না।
তিনি বলেন, আমি নিজেই তাজ উদ্দিন চৌধুরীকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিস্কার করেছিলাম। তাকে আবার দলে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা সফল হবে না।
কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল বলেন, কোন মাদক ব্যবসায়ী যুবদল কমিটিতে নেতৃত্বে আসার বিষয়টি এখনো আমার জানা নেই। তবে কোন মাদক ব্যবসায়ীকে সভাপতি কিংবা পদে রেখে কমিটি দেয়া হলে তা কোনভাবেই অনুমোদন দেয়া হবে না।
তিনি জানান, তাজ উদ্দিন চৌধুরী নামের কোন মাদক ব্যবসায়ী হলদিয়াপালং যুবদলের কমিটিতে আসছেন এমন তথ্য তার জানা নেই।
এই ব্যাপারে অভিযুক্ত তাজ উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *