‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

1732716889 da1e6dbeac98c3fd05cb31634ee5da28
print news

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তিনি জানান, আগামী রোববার (৮ ডিসেম্বর) আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে।
এর আগে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করার রিট করেন হাইকোর্টে। পরে ২০২০ সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেন হাইকোর্ট। ২০২২ সালে জয় বাংলাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়ে পরিপত্র জারি করে শেখ হাসিনা সরকারের মন্ত্রিপরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *