শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Screenshot 5
print news

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহজাহান। বক্তব্যে তিনি বলেন, “এদেশে সব ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করছে। বাংলাদেশ আমাদের সবার। এখানে মেজরিটি ও মাইনোরিটির বিভেদ নেই। আমরা একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠনে কাজ করছি।”

তিনি আরও বলেন, “সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি থেকে মুক্ত দেশ গঠনে স্বচ্ছ নির্বাচন ও পরিচ্ছন্ন নেতৃত্ব নিশ্চিত করতে হবে।” নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ত্যাগ স্বীকারের সময় এখনো শেষ হয়নি। দেশ গঠনে ত্যাগের প্রয়োজনীয়তা অপরিহার্য।”

সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, কেন্দ্রীয় সহ-সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম লুৎফর রহমান ও জেলার উপদেষ্টা জাহিদুল ইসলাম।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইদুল আলম, শহিদুল মোস্তফা চৌধুরী, আমিনুল ইসলাম হাসান, সরওয়ার কামাল সিকদার, এম ইউ বাহাদুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *