নাফ নদে সতর্কতা জারি করে মাইকিং

1733826203 f3ccdd27d2000e3f9255a7e3e2c48800
print news

মিয়ানমারের সীমান্তে চরম উত্তেজনাকর পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও সাগরে সতর্কতা জারি করা হয়েছে। নাফ নদী ও তার আশেপাশের সীমান্ত এলাকা ঝুঁকিপূর্ণ বলে মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্থানীয় জেলে ও সীমান্তবাসীদের সতর্ক করে মাইকিং করে টেকনাফ উপজেলা প্রশাসন।
এ সময় মাছ ধরায় সতর্কতা অবলম্বনসহ মিয়ানমারের জলসীমানায় কোনোভাবেই না যাওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাত ও উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের সদস্যরা টহল জোরদার করেছে।
এমনকি নৌযান নিয়ে নাফ নদীতে বিজিবি ও কোস্টগার্ড টহল অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, মিয়ানমার সীমান্তের এমন পরিস্থিতিতে নাফ নদী ও সাগরের জেলেরা নৌযান নিয়ে চলাচলে সতর্কতা জারি করাসহ জেলেদের মাছ ধরার ক্ষেত্রে সতর্কভাবে চলাচল এবং মিয়ানমার জলসীমানার দিকে না যাওয়ার জন্য টেকনাফের ফিশিং ট্রলার মালিকদের বলা হয়েছে।
উপজেলা প্রশাসন টেকনাফের নাফ নদী তীরে সোমবার সন্ধ্যা থেকে মাইকিং শুরু করা হয়। মঙ্গলবার সকাল থেকেও মাইকিং করে জনসাধারণের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছে যে নাফ নদী ও সীমান্ত এলাকা এ মুহূর্তে অতি ঝুঁকিপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *