আবু সাঈদকে নিয়ে ছাত্রলীগ নেতার কটূক্তি, বৈষম্যবিরোধীদের অবরোধ ও থানা ঘেরাও

1734466256 4344d1a742e8b6d994691af9025f4820
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কক্সবাজারে সড়ক অবরোধ ও থানা ঘেরাও করেছেন। রাত ১১টা থেকে এখন পর্যন্ত এই কর্মসূচি চলমান রয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় তার ফেসবুক একাউন্টে শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করে ভিডিও পোস্ট করার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের থানা সড়কের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন।
ওই সময় বিভিন্ন জ্বালাময়ী স্লোগান দিতে থাকেন।
ছাত্র নেতাদের দাবি, কক্সবাজার শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
এ সময় প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আন্দোলন চলাকালীন থানার প্রধান গেটে তালা লাগিয়ে দেয় ছাত্ররা।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খানের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *