সোমবার (১৪ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কক্সবাজার দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের দল অভিযানে অংশ নেন।
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদকের প্রতিনিধি দল।
সোমবার (১৪ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কক্সবাজার দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের দল অভিযানে অংশ নেন।
অভিযান শেষে সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন ভর্তি রোগীর সঙ্গে আলাপ করে জেনেছি খাবারের পরিমাণ ও মান ভালো নয়। তবে আমাদের অভিযানের আগেই খাবার বিতরণ ও খাওয়া শেষ হওয়ায় আলমত সংগ্রহ করতে পারিনি।
তিনি বলেন, অল্প পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছি। সেবা প্রার্থীরা বলেছে দালালের দৌরাত্ম্যের কথা। কয়েকজন চিকিৎসকের অসদাচরণ ও ডিউটির সময় হাসপাতালে উপস্থিত থাকেনা বলেও জানায় রোগীরা।
তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স থাকলেও সেবা পায় না। চিকিৎসক নার্সসহ স্টাফ স্বল্পতার কথাও বলেছেন কয়েকজন। বহির্বিভাগের টোকেন সংগ্রহ, গাইনী ও প্রেশার -হার্টের চিকিৎসা নিতে গিয়ে রোগীর ভীড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, এসময় চুরি ছিনতাইয়ের শিকার হয় বলে রোগীদের অভিযোগ।
সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান,আমরা যেসব অনিয়ম ও দুর্নীতিসহ নানা অসংগতি পেয়েছি সেসবের প্রতিবেদন ঊর্ধ্বতন অফিসে পাঠাবে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনামতে পরবর্তী পদক্ষেপ নেবো।
মন্তব্য করুন