গাজায় যুদ্ধ শেষ হলে ইসরাইলি সেনাবাহিনীর পরিবর্তে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। এই বাহিনী গাজার নিরাপত্তা নিশ্চিত, হামাসকে নিরস্ত্র এবং ধাপে ধাপে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করবে।
সোমবার ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, প্রস্তাবিত বাহিনী জাতিসংঘ অনুমোদিত ও আঞ্চলিক নেতৃত্বাধীন একটি অস্থায়ী স্থিতিশীলতা মিশন হবে। এর নেতৃত্বে মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থাকবে।
এই পরিকল্পনায় দুই ধাপের মোতায়েনের কথা বলা হয়েছে: প্রথম ধাপে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, জনগণের সুরক্ষা, হামাসকে নিরস্ত্রকরণ ও মানবিক সহায়তা ও দ্বিতীয় ধাপে ফিলিস্তিনের নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, নির্বাচন আয়োজন এবং গাজার পুনর্গঠন।
বাহিনী শুরুতে শুধু গাজায় মোতায়েন হবে। তবে শুধুমাত্র গাজায় সীমাবদ্ধ থাকলে পশ্চিম তীর ও গাজার মধ্যে স্থায়ী বিভাজনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
এই প্রস্তাবে ইসরাইল বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইসরাইল পিএ ও কাতারের সম্পৃক্ততা নিয়েও আপত্তি জানাতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এই প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত হওয়ার সম্ভাবনা কম। তবুও ফ্রান্স বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ফ্রান্সের মতে, হামাসকে নিরস্ত্র করা এবং গাজায় শান্তি প্রতিষ্ঠা এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এজন্য আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি অপরিহার্য বলে তারা মনে করছে।
মন্তব্য করুন