রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সাত দিনের জন্য শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন। তবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জানিয়েছে, তাদের ক্লাশ-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি জানান, সাত কর্মদিবসের মধ্যে দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অন্যদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম বলেন, কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। শাস্তি নিশ্চিত না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। শিক্ষকদের এক পক্ষও ক্লাসে ফিরেছেন, কিছু বিভাগে পরীক্ষা-শ্রেণি চলছে। আরেক পক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন সকালে শাটডাউন কর্মসূচির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাবি শাখা।
মন্তব্য করুন