পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৮শ’ গ্রাম গাঁজাসহ ২জন আটক।
সোমবার (১লা মে) বিকাল ৪টা দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলাল উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮শ’ গ্রাম গাঁজা ও ২জন আটক।
আটককৃতরা হলেন উজানটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেকুয়ার চর এলাকার বদি আলমের ছেলে বেলাল উদ্দিন(৪০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ৬নং ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নের পাড়াতলি এলাকার হুমায়ুন মিয়ার ছেলে আল আমিন (৩৫)।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মো.ওমর হায়দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দু রবের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে ৮শ’গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করে। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসআই আব্দু রব বলেনঃ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উজানটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলাল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করি,৮শ’ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী বেলাল উদ্দিন ও আল আমিন কে আটক করতে সক্ষম হয়,সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত আইনের মামলা করা হয়েছে।