নিজেস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে গাইবান্ধা জেলা হতে রংপুরে আগত পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গাইবান্ধা(পুসাগ) এর তত্ত্বাবধানে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
শনিবার (৬ মে) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে পুসাগের কার্যনির্বাহী কমিটির তত্ত্বাবধানে বিনামূল্যে শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ জমা রাখা হয়।
এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া,সাধারণ সম্পাদক শামীম মাহফুজ হেল্পডেস্ক পরিদর্শন করেন।
পুসাগের সভাপতি সামিউল ইসলাম শাওন বলেন, ‘পুসাগ সর্বদাই শিক্ষার্থীদের পাশে রয়েছে। সব ধরনেরই সহোযোগিতায় জন্য পুসাগ সর্বদাই প্রস্তুত। আমাদের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সব বিশ্ববিদ্যালয়েই আমরা সার্বিক সহোযোগিতা সেল তৈরী করবো।’
পুসাগের নির্বাহী সভাপতি শিহাব মন্ডল বলেন,’ পুসাগ সৃষ্টি থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। তার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীদের যেকোন সমস্যায় পুসাগ পাশে থাকবে।’
এছাড়া পুসাগ বেরোবি সেলের সদস্য মুশফিক, রাসেল, শাকিল, হেলাল, শাকিব, সুজন, রুবেল, নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন