মহেশখালীতে বিপুল ই-য়া-বা ও গাঁ*জাসহ তিন মাদক কারবারি আটক!

print news

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর কালারমারছড়া চালিয়াতলী (সাফকাটার জিরি) নামক এলাকা থেকে বিপুল ই-য়া-বা ও গাঁজাসহ মাদক বিক্রেতার সম্রাজ্ঞী আয়েশাও আরেক নারীসহ তিনজন’কে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

জানা যায়, জুমাবার (১৮মে ২০২৩ইং) রাত আনুমানিক সাড়ে বারোটায় স্হানীয়রা ‘৯৯৯’ এ কল করে আয়েশার দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ও মা-দ-ক বিক্রি সহ বিভিন্ন এলাকা থেকে নারী এনে মা-দ-কের আসরসহ নানা অপকর্ম চালিয়ে বিষয়টি জানালে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে আয়েশার বাড়ি থেকে ৮০০ ফিস ই-য়া-বা ও ৪৫ পুড়িয়া গাঁজাসহ এবং মাদক বিক্রির ৫৭ হাজার টাকা সহ তিন জনকে আটক করা হয়।

আটককৃত হলেন,আয়েশা বেগম (৩৬) স্বামী -মোঃ এছার,উত্তর নলবিলা(১ নং ওয়ার্ড) কালারমারছড়া ২) মোহাম্মদ এছার (৩১) পিতা আজিজুল হক,ঠিকনা: উত্তর নলবিলা ৩) তানিয়া আক্তার (১৯) পিতা-মৃত মোঃ ভুট্টু, তিতা মাঝির পাড়া, (৬ নং ওয়ার্ড) মাতারবাড়ী।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলো।

গত রাতে মাদক বিক্রি করা হচ্ছে এমন সংবাদে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *