পবিত্র ঈদুল আযহায় কক্সবাজার জেলায় দেড় লাখ দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচেছ। এর আওতায় জেলার ৭১ ইউনিয়নে এবং ৪ পৌরসভায় ১ লাখ ৪০ হাজার ৮১৭টি পরিবারের জন্য ১ হাজার ৪০৮ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, ৪ পৌরসভা ও ৭১ ইউনিয়নের জন্য প্রদত্ত বরাদ্দ প্রায় সকল ইউনিয়ন পরিষদে এবং পৌরসভায় পৌছানো হয়েছে এবং জনপ্রতিনিধিদের বিতরণের নির্দেশ দেয়া হয়েছে।
জেলা ত্রান ও পূর্ণবাসণ র্কাযালয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিশেষ বরাদ্দের আওতায় অসহায় দুঃস্থ জনগোষ্ঠির জন্য ভিজিএফ কর্মসূচিতে জেলায় সাড়ে ৭ লাখ গরীব প্রান্তিক মানুষের জন্য ১ হাজার ৪শ ০৮ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে । এতে প্রতি পরিবার ১০ কেজি করে চাল পাচ্ছে।
এ কর্মসূচীতে ভুমিহীন, দিনমজুর, উর্পাজনক্ষম পুরুষবিহীন পরিবার, স্বামী পরিত্যাক্ত, তালাকপ্রাপ্ত, ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, প্রাকৃতিক দূর্যোগে চরমভাবে ক্ষতিগ্রস্থদের , অগ্রাধিকার দেয়া হয়েছে ।