২০৩০ বিশ্বকাপ আয়োজন থেকে সরে যাচ্ছে সৌদি

saudi samakal 6495cb6aca3bc
print news

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই তোড়জোড় শুরু করেছিল সৌদি আরব। গ্রিস ও মিশরকে নিয়ে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশটি। সেই লক্ষ্যে ঘরোয়া লিগকে ঢেলে সাজানোর জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের মতো বিদেশি ফুটবল মহাতারকাদের আনছে তারা।

কিন্তু এক বছর না যেতেই আয়োজক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালো সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ গ্রীস এবং মিশরকে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মূলত, অবকাঠামো নির্মাণ ও পারিপার্শ্বিক অবস্থানে প্রস্তত নয় সৌদি আরব। বিশ্বকাপ আয়োজন করতে হলে প্রথম থেকে কাজ শুরু করতে হবে দেশটির। এই সময়ের মধ্যে যা সম্পন্ন করা কঠিন। সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সৌদি আরব প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় স্পেন, পর্তুগাল এবং মরক্কোর সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। এই তিন দেশ মিলে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজন হতে চায়। চলতি বছর সেপ্টেম্বরে জানা যাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশটির নাম। /সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *