কক্সবাজারে হত্যাকাণ্ডের ২৪ বছর পর দুইজনের যাবজ্জীবন

cox court
print news

কক্সবাজারে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালী এলাকার জাহাঙ্গীর ও শামসু আলম। রোববার (৬ আগস্ট) দুপুর ১টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোশাররফ এ রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাতে তিনি বলেন, ১৯৯৯ সালের ২৬ এপ্রিল কাবাডি খেলাকে কেন্দ্র করে শামসু আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনায় নিহতের বাবা সুলতান আহমদ বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।

এ রায় ঘোষণার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *