খালের পানিতে ভেসে গেল ভাইবোনসহ ৩ শিশু, লাশ উদ্ধার

2vHzQg4bVO0WdoZQW9ilRgSkjvJF132r3ACiK1dK
print news

কক্সবাজারের পেকুয়া উপজেলায় খালের পানিতে ভেসে গিয়ে তিন শিশু মারা গেছে। বুধবার সন্ধ্যার দিকে উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের ফেরাসিংগাপাড়ায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে একই খালের পানিতে তাদের লাশ পাওয়া যায়।

উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিয়ত উল্লাহ এ ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে স্থানীয় নুরুল আলমের ছেলে (৯) ও মেয়ে (৭) এবং তাদেরই আত্মীয় ছাবের আহমদের মেয়ে (৮) শিশু রয়েছে।

এলাকাবাসী জানান, ওই তিন শিশু বিকালের দিকে পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। একই দিন সন্ধ্যার দিকে তারা বাড়িতে ফেরার পথে সাহেবখালী নামক খালের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খালের পানিতে অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। পর দিন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একই খালের পানিতে তাদের লাশ ভেসে ওঠে।

উজানটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান গণি জানান, লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *